প্রকাশিত: Mon, Dec 19, 2022 6:41 AM আপডেট: Fri, May 9, 2025 9:54 AM
পিটার হাসের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন
কূটনৈতিক প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৃহস্পতিবার এক বৈঠকে এ উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। সম্প্রতি ঢাকার শাহীনবাগে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনায় রাষ্ট্রদূত আতঙ্কিত হয়ে নিজেই বিষয়টি সঙ্গে সঙ্গে তার সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছেন।
কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকার একদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার সকালে গিয়েছিলেন ২০১৩ সালে গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের শাহীনবাগের বাসায়। সেখান থেকে বেড়িয়ে এলে রাস্তার ওপর থাকা কিছু লোক তাকে ঘিরে হট্টগোল করে। পরে তার নিরাপত্তার দায়িত্বরত ও পুলিশের সহায়তায় গাড়িতে উঠে চলে যান। মূলত ওই ঘটনার প্রসঙ্গ টেনে পিটার হাসের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রর উদ্বেগ প্রকাশ করে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, ঢাকায় রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
